কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশপাতাল জুড়ে

কে তুমি খুঁজিছ জগদীশে ভাই, আকাশপাতাল জুড়ে 
কে তুমি ফিরিছ বন জঙ্গলে, কে তুমি পাহাড়-চূড়ে? 
হায় ঋষি দরবেশ, 
বুকের মানিককে বুকে ধরে তুমি খোঁজ তারে দেশ দেশ। 
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে, 
স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে। 
ইচ্ছা-অন্ধ। আঁখি খোলো, দেখ দর্পণে নিজ কায়া, 
দেখিবে তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া। 
সকলের মাঝে প্রকাশ তাঁহার, সকলের মাঝে তিনি, 
আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি। 
সারমর্ম: বিধাতাকে পাওয়ার জন্য মানুষ সংসার ত্যাগ করে বৈরাগী হতে চায়। কিন্তু স্রষ্টা তার সৃষ্টির মধ্যেই বিরাজমান। তাই অন্তর্দৃষ্টি খুলে নিজেকে জানার মাধ্যমেই বিধাতাকে খুজে পাওয়া যায়।