প্রশ্নঃ কয়েকটি অলাভ জনক খাতের উদাহারন?

উওরঃঅলাভজনক খাতের স্বেচ্ছাসেবী,সাম্প্রদায়িক খাত,দাতব্য খাত, সামাজিক খাত হিসেবে উল্লেখ করা হয়। আর এ খাত লাভ থেকে দুরে অবস্তান করে। অলাভজনক খাতের উদ্দেশ্য হলো সামাজিক উন্নতিসাধন এবং সমাজকে সম্রিধ্য করা,অলাভজনক খাতের উদাহারন দেয়া হলঃ
American redcross.
Salvation army.
W.K.Kellogg foundation.
Ford foundation.
Community foundation.
National Assocition for the advancement of colored people.
American civil liberties union.
Religious organitions:churches.
উপসংহারঃপরিশেষে বলা যায় যে, অলাভজনক খাত সমাজে গুরুত্তপুর্ন ভূমিকা পালন করে। এ সকল খাতগুলো মুনাফা নির্ভর প্রতিষ্ঠন নয়। তবে যদি কোন খাতে মনাফা অর্জন হলে সে মুনাফা জনগনের কল্যাণে ব্যবহার হয়।

No comments:

Post a Comment

adds