প্রশ্নঃ মুদ্রাস্ফীতি কাকে বলে ?

উওরঃ মদ্রাস্ফীতি শব্দটির সাথে আজকাল আমরা সবাই কম বেশি পরিচিত। মুদ্রাস্ফী্তি বলতে দ্রব্য মূ্ল্যের ঊর্ধ্বগতিকে বোঝায় । দ্রব্য সামগ্রির যোগানের বাজারের অর্থের প্রচলন বৃদ্ধি পেলে দ্রব্যমূ্ল্য বৃদ্ধি পায়।দ্রব্যমূ্ল্যর এরুপ বৃদ্ধইকে মদ্রাস্ফীতি বলেঃ
অনেক অর্থনী্তিবিদ অর্থের পরিমান তত্তের সাহায্যে মুদ্রাস্ফীতি সঙ্গা প্রধান করেছেন ।নিম্নে তাদের সঙ্গা প্রদান করা হলঃ-
অধ্যাপক হটের মতে, অত্যধিক অর্থের প্রচলনকে মদ্রাস্ফীতি বলে।
অধ্যাপক গ্রেগরির মতে, ক্রয় ক্ষমতার অস্বাভাবিক বৃদ্ধিকে মদ্রাস্ফীতি বলা হয়।
কেইনসের মতে, দ্রাব্য সামগ্রি যোগানের তোলনায় যখন কার্যকর চাহিদা বেশি হয় তখন থাকে মদ্রাস্ফীতি দেখা যায়।
উপসংহারঃ এভাবে বিভিন্ন অর্থনী্তিবিদ মদ্রাস্ফীতির বিভিন্ন সঙ্গা প্রদান করেছন।সংক্ষেপে বলা যায় যখন দেশের প্রচলিত অর্থের পরিমান উৎপাদিত দ্রব্যসামগ্রির তুলনায় অধিক হয় এবং এর ফলে দ্রব্যমূল্য বা মুল্যস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তখন থাকে মদ্রাস্ফিতি বলা হয়।

No comments:

Post a Comment

adds