অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ,
 যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;
 যাদের হৃদয়ে কোন প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,
 এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি,
 কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাঁদের হৃদয়।
 সারমর্ম: সামাজিক মূল্যবোধ, নীতি-নৈতিকতা, আদর্শ ও জীবনবোধকে ভুলে ক্ষমতার লোভে কিছু মানুষের করায়ত্বের কারণে আধুনিক পৃথিবী আজ চরম সংকটের মুখোমুখি। অথচ যে মহৎ মানুষগুলোর অন্তরে মানুষকে ভালোবাসা তথা দেশপ্রেমের এক সহজাত অনুভব, উজ্জ্বল আলোর মতো জেগে আছে তারা আজ অবহেলিত, উপেক্ষিত।

No comments:

Post a Comment

adds