প্রশ্নঃ অলাভজনক খাত কী ?

উত্তর ; সমাজব্যবস্তায় অলাভজনক খাত একটি গুরুত্বপুর্ন খাত।অলাভজঙ্ক খাতএর উদ্দেশ্য হলো সমাজের উন্নতি সাধন এবং সমাজকে সম্রিদ্ধ করা ।বস্তগত সম্পদ সৃষ্টিতে এটি বেশি বিদ্যমান থাকে।
অলাভজনক খাতঃ
জনস্বর্থ ও সামাজিক কল্যাণে অলাভজনক খাত পরিচালিত হয়।
Salamon এর মতে’ the non profit sector is a collection of entities that are organization ptivate as oppressed to govermment self goveming voluntary and of private benefit.
অলাভকনক খাত যেহেতু সমাজের স্বার্থ ও জনকল্যাণে নিয়োজিত হয় তাই এ খাতগুলো সাধারনত করমুক্ত হিসেবে কার্জক্রম পরিচালনা করতে পারে। অলাভজনক খাতকে অনেক ক্ষেএে third sector.Independent sector, Voluntry sector প্রভৃতি হিসেবে বর্ননা করে করা হয়।
উপসংহারঃ পরিশেষে বলা যায় যে অলাভজনক খাত জনস্বার্থে পরিচালিত হয়। তারা লাভ থেকে দূরে অবস্তান করে।তবে কখনো কখনো লাভ করলে ও সেই লাভ জনস্বার্থ ব্যভার হয়।

No comments:

Post a Comment

adds